শ্রীনগর ইউনিয়নের সকল জনগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, করোনা ভাইরাসের মারাত্মক ভয়াবহতার কারনে অত্র ইউপির সবাইকে যার যার ঘরে থাকার নির্দেশ দেয়া হলো। একান্ত জরুরী কাজ ব্যতিত ঘরের বাইরে যাওয়া নিষেধ করা হলো। অত্র ইউপির সকল বাজার ভোর ৬-১১ পর্যন্ত খোলা থাকবে। সামাজিক দুরত্ব অর্থাৎ ৪ ফিট দুরে দুরে দারিয়া বাজারের কাজ করার নির্দেশ দেয়া হলো অন্যথায় আইনগত ব্যবস্থ্যা নেয়া হবে। উক্ত সময় ব্যতিত কেউ বাজারে আসতে পারবেন না, এবং ফার্মেসী, মোদির দোকান ব্যতিত অন্য কোন দোকান ১২-৭ টার বেশি খোল রাখা যাবেনা। সকল ধরনের খেলাধুলা, আড্ডা, ভ্রমন, সমাবেশ ধর্মীয় অনুষ্টান, ২০ এপ্রিল পর্যন্ত বন্ধ করা হলো। এছাড়া, উক্ত সময়ের মাঝে সবাই বাড়িতে সালত আদায় করবেন। মসজিদে যাবেন না।
নিজে বাচুঁন, দেশ বাচাঁন।
আদেশক্রমে- জেলা প্রশাসন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস